প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২৪ , ২:১২:৫২ প্রিন্ট সংস্করণ
বরিশাল প্রতিনিধি॥চাঁদার দাবিতে বরিশাল নগরীর ৬ নং ওয়ার্ড গগনগলি এলাকায় ব্যবসায়ী প্রিন্স মাহমুদ সোহেল ও তার ভাই সোহাগ মাহমুদ সিকদার কে নির্মমভাবে কুপিয়ে জখম করেছে কতিপয় সন্ত্রাসীরা।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে গগন গলি এলাকার ‘সোহাগ স্টোর’ নমাক ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আগত ২ ভাইকে আশংকাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। অবস্থার আরো অবনতি হলে যে কোন সময় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা যেতে পারে জানিয়েছেন চিকিৎসক।
আহতদের পরিবার সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে ব্যবসায়ী সোহাগের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছে কথিত নেতা হৃদয় সহ তার সহযোগী সন্ত্রাসীরা।প্রতিবাদ করলে ঘটনার দিন দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারীভাবে কুপিয়ে জখম করে।এ সময় অপর ভাই থামাতে গেলে তাকেও নির্মমভাবে কুপিয়ে জখম করে।দুই ভাইয়ের মধ্যে প্রিন্স মাহমুদ সোহেল নগরের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং পাশাপাশি তিনি একজন ব্যবসায়ীও।আহতর ২ ভাই ওই এলাকার ইসমাইল শিকদার ছেলে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।

















