সারাদেশ

নকশা অনুমোদনের ক্ষেত্রে বৃক্ষরোপণের নতুন শর্ত আরোপ করেছে-রাজউক

  প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৩ , ৫:২৫:২৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।ভবনের নকশা অনুমোদনের ক্ষেত্রে বৃক্ষরোপণের নতুন শর্ত আরোপ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।কাঠাপ্রতি একটি করে গাছ ভবনের সেটব্যাকে রোপণ করতে হবে।আবেদনকারী এ শর্ত মানলেই কেবল নকশার অনুমোদন পাবেন।মঙ্গলবার এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে রাজউক।

রাজউকের পরিচালক (উন্নয়ন ও নিয়ন্ত্রণ-১) মোহাম্মদ সামছুল হকের স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে,উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে,বিসি (বিল্ডিং কনস্ট্রকশন) কমিটি কর্তৃক নকশা অনুমোদনের ক্ষেত্রে ইমারতের সেটব্যাকে গাছ রোপণের শর্ত প্রদান করতে হবে। বিসি কমিটি কর্তৃক যে সকল নকশা অনুমোদন করা হবে সে সকল নকশার অনুমোদনপত্রে ইমারতের সেটব্যাকে কাঠা প্রতি ০১টি গাছ লাগানোর শর্ত উল্লেখ করতে হবে।ভ্গ্নাংশের ক্ষেত্রে পরবর্তী সংখ্যা উল্লেখ করতে হবে।(যেমন ২.১ কাঠা হলে ৩টি)।এমতাবস্থায় উপরোক্ত বিষয়ে বিসি কমিটি হতে অনুমোদিত নকশার অনুমোদনপত্রে গাছ লাগানোর শর্ত আরোপ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

রাজউকের চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা সমকালকে বলেন,পরিবেশবান্ধব ও ভবনের যাতে ক্ষতি না হয়, অক্সিজেনও ছায়া দেয়- এ রকম গাছ লাগাতে হবে।এ ক্ষেত্রে কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে রাজউক কথা বলে হয়তো ১০ ধরনের গাছের তালিকা করে দেবে।সেই গাছগুলোর মধ্যে যেকোনো গাছ ভবনমালিককে রোপন করতে হবে।কোনো ভবন মালিক চাইলে নির্মাণকাজ শুরুর আগেও লাগতে পারেন।তবে ভবনের কাজ শেষ করার নির্ধারিত সময়ের পর অবশ্যই গাছ রোপন করতে হবে।অন্যথায় রাজউক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।’

এ প্রসঙ্গে নগর পরিকল্পনাবিদ ও ইন্সটিটিউড ফর প্ল্যানিং এন্ড ডেভলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক ড. আদিল মুহাম্মদ খান বলেন,ঢাকা শহরে তো সবুজ কম। বাড়ির আশপাশে তো গাছগাছালি অবশ্যই থাকা উচিত।কিন্তু এটা যেন লোক দেখানো না হয়।কেউ যেন না বলে গাছ লাগিয়েছিলাম সেটা মরে গেছে।রাজউককে ঠিকমতো সেই মনিটরিংটা করতে হবে।স্রেফ কাগুজে বিষয় যেন এটা হয়ে না যায়।’

আরও খবর

Sponsered content