সম্পাদকীয়

ধর্ষকরা ধর্ষণ করে ভিকটিমের ভিডিও ধারণ করে গোপন অঙ্গে মরিচের গুড়া, বালি আর কাচের গুড়া ঢুকিয়ে দেয়

  প্রতিনিধি ৭ অক্টোবর ২০২২ , ১১:২৫:০৮ প্রিন্ট সংস্করণ

0Shares

মাজহারুল ইসলাম।।আওয়ামী লীগের কর্মী ছিলেন ছদ্মনাম রানী।বাড়ি বাগেরহাটের রামপালে। বিগত চারদলীয় ঐক্যজোট সরকার আমলে ২০০২ সালের ২১ শে অগাস্ট ঐক্যজোট সরকারের দলীয় ক্যাডার কর্তৃক গণধর্ষণে শিকার হয়েছেন।ক্ষমতাসীন ক্যাডাররা রানীকে বাসস্ট্যন্ডে জনসম্মুখে কাপড় খুলে ফেলে। এরপর তাকে বি এন পি অফিসে নিয়ে যাওয়া হয়।

এরপর.. একের পর.. নরপশু বিএনপি ক্যাডারা ধর্ষণ করে।ধর্ষকরা ধর্ষণ করে ভিকটিমের ভিডিও ধারণ করে গোপন অঙ্গে মরিচের গুড়া, বালি আর কাচের গুড়া ঢুকিয়ে দেয়।

রানীকে যখন ধর্ষণ করা হচ্ছিল,তখন পাশের দোকানে বসে পুলিশ খোশগল্প করে। ভিকটিমের আর্তচিৎকারে সাধারন মানুষ তো দূরে থাক,পুলিশ ও সেদিন ফিরেও তাকায়নি।

বর্তমান সরকার আমলে এখন ধর্ষক গ্রেফতার হয়। প্রতিটি ধর্ষণ ঘটনায় বিচার নিশ্চিত করা হয়েছে। অনেক ধর্ষকের শাস্তি দেয়া হয়েছে।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares