অপরাধ-আইন-আদালত

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

  প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২৫ , ৯:২৯:৫০ প্রিন্ট সংস্করণ

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক।।দেশের সর্বোচ্চ বিচারিক পদে অধিষ্ঠিত হলেন মেহেন্দিগঞ্জের গর্ব বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন।

আজ রোববার (২৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবউদ্দিন তাঁকে প্রধান বিচারপতির শপথবাক্য পাঠ করান।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী উলানিয়া জমিদার পরিবারের সন্তান। দীর্ঘ বিচারিক জীবনে সততা,মেধা ও পেশাগত দক্ষতার স্বাক্ষর রেখে তিনি আজ দেশের সর্বোচ্চ বিচারিক দায়িত্ব গ্রহণ করলেন।

আইনাঙ্গনে তিনি একজন নীতিনিষ্ঠ,প্রাজ্ঞ ও ভারসাম্যপূর্ণ বিচারক হিসেবে সুপরিচিত।গুরুত্বপূর্ণ বহু মামলার রায়ে তিনি বিচারিক স্বাধীনতা ও ন্যায়বিচারের প্রতি তাঁর অঙ্গীকারের প্রমাণ দিয়েছেন বলে মনে করেন সংশ্লিষ্টরা।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণকে মেহেন্দিগঞ্জ,উলানিয়া এবং সমগ্র বরিশাল অঞ্চলের জন্য এক অনন্য গৌরবের মুহূর্ত হিসেবে দেখছেন স্থানীয়রা।তাঁরা আশা প্রকাশ করছেন,তাঁর নেতৃত্বে দেশের বিচার বিভাগ আরও স্বচ্ছ,স্বাধীন ও শক্তিশালী হবে।

বিভিন্ন মহল থেকে নতুন প্রধান বিচারপতির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য,দীর্ঘায়ু ও বিচারিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়েছে।

আরও খবর

Sponsered content