আবহাওয়া বার্তা

দেশের অধিকাংশ স্থানে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে- আবহাওয়া অধিদপ্তর

  প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২৩ , ৫:০১:৩০ প্রিন্ট সংস্করণ

0Shares

নিজস্ব প্রতিবেদক।।রাজধানীসহ দেশের অধিকাংশ স্থানে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৩ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়,চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর,রাজশাহী,ঢাকা,ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এতে বলা হয়েছে,উল্লেখিত সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভবনা রয়েছে।

তাপপ্রবাহ সম্পর্কে পূর্বাভাসে আরও বলা হয়,বাগেরহাট, যশোর,চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকা হতে প্রশমিত হতে পারে।

এদিকে,সোমবার সকাল থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares