শিক্ষা

দেশসেরা ১০জন মেধাবী ঢাবিতে ভর্তির সুযোগ পেয়েছে

  প্রতিনিধি ২৪ মার্চ ২০২৫ , ৬:৩১:১০ প্রিন্ট সংস্করণ

0Shares

নিজস্ব প্রতিবেদক।।হাজারো পরীক্ষার্থীর মধ্যে দেশসেরা মেধাবীরাই ঢাবিতে ভর্তির সুযোগ পান।ভর্তি পরীক্ষার কঠিন ধাপ পার হয়ে যারা মেধা তালিকার ১ম,থেকে ১০ম স্থানে অবস্থান করেন তারা নিঃসন্দেহে সেরাদের সেরা।২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় এ বছর মোট পাস করেছে ৭ হাজার ৪৩৭ জন।এর মধ্যে বিজ্ঞান থেকে পাস করেছে ৬ হাজার ৯২২জন,মানবিক থেকে ৩৯৩ জন এবং ব্যবসায় শিক্ষা থেকে ১২২ জন।

এবার ক ইউনিটে বিজ্ঞানে প্রথম মাহমুদুল হাসান ওয়াসিফ। তিনি নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থী,২য় স্থান মো. রেদওয়ান।তিনি নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থী, ৩য় স্থান আরিশা নাওয়ার।তিনি সরকারি এমসি কলেজের সাবেক শিক্ষার্থী,এবং ৪র্থ স্থান কাজী ফাহিন আবরাজ আবির।তিনি নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থী।

এছাড়াও ঢাবির ক ইউনিটে বিজ্ঞানে ৫ম স্থান স্বপ্নীল দাস। তিনি সরকারি এম এম কলেজ খুলনার সাবেক শিক্ষার্থী ছিলেন।৬ষ্ঠ স্থান সাজিদ আহসান।তিনি নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থী,৭ম স্থান অধিকার করেছেন আদ্রিতা সাহা। তিনি ঢাকা কমার্স কলেজের সাবেক শিক্ষার্থী।৮ম স্থান সাদ আহমেদ।তিনি নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থী,৯ম স্থান অধিকার করেছেন শাফকাত রহমান,তিনি নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থী,এবং ১০ম মেধাতালিকায় স্থান পেয়েছে তাসিন আহমেদ নিহাল।তিনি নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থী।

জানা যায়,২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটে এবার এক হাজার ৮৯৬টি আসনের বিপরীতে এক লাখ ৪৬ হাজার ৬৯৪ জন শিক্ষার্থী আবেদন করে।প্রতি আসনের বিপরীতে লড়ে ৭৭ জন শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের অধীন বিজ্ঞান, জীববিজ্ঞান,ফার্মেসি,আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের বিভাগসমূহ এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট,পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট,তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট,লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট রয়েছে।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares