অপরাধ-আইন-আদালত

দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে শ্রমিকলীগ নেতাসহ আহত ৪

  প্রতিনিধি ২১ এপ্রিল ২০২৩ , ৫:৪২:২৭ প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।।চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল থেকে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণের ঘটনায় এক শ্রমিকলীগ নেতাসহ আহত হয়েছে ৪ জন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার জেলা শহরের আরামবাগ বঙ্গবন্ধু ক্লাবের সামনে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

 

স্থানীয়রা আহতদেরকে উদ্বার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে।আহতদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে চিকিৎসকরা।

 

ককটেল বিস্ফোরণে আহতরা হলেন,জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও আরামবাগ এলাকার মো. ফিরোজের ছেলে মো.মেরাজ আলী (৩০),রামকৃষ্ণপুর এলাকার মো. আলাউদ্দিনের ছেলে মো.বকুল (৪২), আরামবাগ এলাকার মো.রফিকুল ইসলামের ছেলে মো.সাকিল (২৫) এবং পিটিআই এলাকার মো. মোর্ত্তুজার ছেলে মো. লিটন (৩৫)।

 

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা.মুশফিকুর রহমান  জানান,ককটেল বিস্ফোরণ হয়ে রাত ১১টা পর্যন্ত মোট ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে।এদের মধ্যে আহতদের চোখে,হাতে ও পায়ে জখম হয়েছে।অবস্থা গুরুতর হওয়ায় এদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ককটেল বিস্ফোরণের ঘটনাটি নিশ্চিত করেন।তিনি বলেন,ঘটনাটি শুনেছি।খোঁজ-খবর নেয়া হচ্ছে।তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content