সারাদেশ

দুর্বৃত্তদের আগুনে বসতঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষতি

  প্রতিনিধি ১০ মার্চ ২০২৪ , ৩:২৫:৫৮ প্রিন্ট সংস্করণ

মেহেন্দিগঞ্জ(বরিশাল)প্রতিনিধি।।বরিশালের মেহেন্দিগঞ্জে দুর্বৃত্তদের দেয়া আগুনে শাহীন মৃধা নামের এক জেলের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০ টায় উপজেলার আলীমাবাদ ইউনিয়নের চরমহিষা এলাকায় মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে।

শাহীন মৃধা ওই এলাকার তোফাজ্জল মৃধা ছেলে।আগুনে শাহীন মৃধার অন্তত ১০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য। তিনি বলেন, ‘রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে হঠাৎ করে শাহীন মৃধার ঘরে আগুন লাগে এবং মুহূর্তেই তার বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।আগুনের লেলিহান দেখে স্থানীয়রা ছুটে এসে প্রায় ২ঘন্টায় প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘরের মধ্যে থাকা মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে থাকা জেলের ৫ লক্ষাধিক টাকার মাছ ধরার জাল ছিলো। আমাদের ধারণা এতে পরিবারটির অন্তত ১০লাখ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়রা বলেন, নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় ক্ষতিসাধন কমানো যায়নি। ক্ষতিগ্রস্থ শাহীন মৃধা বলেন তার পিতা তোফাজ্জল হোসেন অসুস্থ থাকায় পিতার চিকিৎসার জন্য সপরিবার ঢাকায় অবস্থান করছেন। কেউ না থাকায় ঘরটি তালাবদ্ধ ছিলো। হঠাৎ আগুন লেগে ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের সুত্রপাত কিভাবে জানতে চাইলে বলেন, কেউ শত্রুতা করে আগুন লাগিয়েছে। এর এক মাস আগে আমার ঘরে একবার আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলো এবং একাধিকবার আমার ঘরের তালা ভেঙ্গেছিলো দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত শাহীন মৃধার ঘর ভিটির জমি নিয়ে বিরোধ চলে আসছে স্থানীয় একটি পরিবারের সাথে। তবে বিদ্যুৎতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগেনি মর্মে দাবী স্থানীয় বিদ্যুৎ অফিসের সংশ্লিষ্টদের। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত শাহীন মৃধা মেহেন্দিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও খবর

Sponsered content