সারাদেশের খবর

দুর্ঘটনার কবলে পড়া সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন‌টিতে ১২ জন নির্বাচন কর্মকর্তা

  প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৩ , ৬:০২:৫৪ প্রিন্ট সংস্করণ

কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেল স্টেশনে দুর্ঘটনার কবলে পড়া সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন‌টিতে ১২ জন নির্বাচন কর্মকর্তা ছিলেন।এর মধ্যে সবাই কমবেশি আহত হয়েছেন।তবে কারও অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।

রবিবার (১৬ এপ্রিল) বিকালে চট্টগ্রাম রেল স্টেশন থেকে ছাড়া ট্রেনটি সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাসানপুর রেলওয়ে স্টেশনে‌ দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনকে ধাক্কা দিলে ছয়টি বগি লাইনচ্যুত হয়।ট্রেনটিতে ৫৮৪ জন যাত্রী ছিলেন।কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।

জানা গেছে,চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনের প্রশিক্ষণ শেষে ঢাকায় ফিরছিলেন ওই নির্বাচন কর্মকর্তারা।ট্রেনে থাকা নির্বাচন কর্মকর্তারা হলেন-ইসির সিনিয়র সহকারী সচিব রৌশন আরা বেগম,সিনিয়র সহকারী সচিব মোহাম্মাদ নাজিম উদ্দিন,সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান, আইসিটির সিস্টেম অ্যানালিস্ট মামুনুর হোসেন,নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানার ব্যক্তিগত সহকারী হাবিবা আক্তার,নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলাম,সহকারী প্রোগ্রামার শুধাংশু কুমার সরকার,এনআইডি উইংয়ের ফারজানা লিজা,রাঙ্গামাটি জেলার এক উপজেলা নির্বাচন কর্মকর্তা আমিনুল ইসলাম এবং অন্যরা আইসিটি অনুবিভাগের।

ট্রেনে থাকা ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মাদ নাজিম উদ্দিন বলেন,সবাই কমবেশি আহত হয়েছেন।কেউ মারাত্মক নয়।আমরা চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনের প্রশিক্ষণ শেষে ঢাকা ফিরছিলাম।

জানা গেছে,কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেলওয়ে স্টেশনে‌ দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনকে ধাক্কা দিয়ে উল্টে যায় ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন।এতে যাত্রীবাহী সোনার বাংলা এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে।এ দুর্ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে।বন্ধ রয়েছে ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল।এতে অর্ধশতের মতো ট্রেনযাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন নাঙ্গলকোট রেল স্টেশনের স্টেশন মাস্টার জামাল উদ্দিন।

আরও খবর

Sponsered content