জাতীয়

দুদকের নতুন সচিব খোরশেদা ইয়াসমীন

  প্রতিনিধি ৮ ফেব্রুয়ারি ২০২৪ , ৫:০৪:১৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।অতিরিক্ত সচিব খোরশেদা ইয়াসমীনকে সচিব পদে পদোন্নতি দিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির এক আদেশ তাকে দুদকে বদলি করা হয়।

আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এই নিয়োগ দিয়েছে।খোরশেদা ইয়াসমীন বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগে (সওব্য) কর্মরত রয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে।

দুদকে এখন সচিব হিসেবে মাহবুব হোসেন কর্মরত রয়েছেন। তিনি ২০২২ সালের ৩ ডিসেম্বর দুদকের দায়িত্বভার গ্রহণ করেন। মাহবুব হোসেন এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর প্রকল্প পরিচালক ছিলেন।

পৃথক প্রজ্ঞাপনে মো. মাহবুব হোসেনকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে।

আরও খবর

Sponsered content