আন্তর্জাতিক

দুই যুগ পর উত্তর কোরিয়া সফরে গেছেন-পুতিন

  প্রতিনিধি ১৯ জুন ২০২৪ , ৫:৪৫:০৬ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রায় দুই যুগ পর উত্তর কোরিয়া সফরে গেছেন।দেশটির নেতা কিম জং–উনের সঙ্গে আজ বুধবার দ্বিপক্ষীয় বৈঠক করেছেন তিনি।সফরে কিম জং–উনের জন্য নানা উপহার নিয়ে গেছেন রুশ প্রেসিডেন্ট।

পুতিনের সহযোগী ইউরি উশাকোভ জানান,এবারের উত্তর কোরিয়া সফরে কিম জং–উনকে একটি দামি গাড়ি উপহার দিয়েছেন পুতিন।গাড়িটি রাশিয়ার বিলাসবহুল অরাস ব্র্যান্ডের।

এ ছাড়া কিম জং–উনকে সেনাবাহিনীর একটি ছোরা (অ্যাডমিরাল ড্যাগার) ও একটি টি–সেট উপহার দিয়েছেন পুতিন,জানান ইউরি উশাকোভ।তিনি বলেন,এসব উপহার প্রেসিডেন্ট পুতিনের ভাবমূর্তির সঙ্গে মানানসই।

এর আগে গত ফেব্রুয়ারিতে কিম জং–উনকে একটি দামি লিমুজিন গাড়ি উপহার দিয়েছিলেন পুতিন।তবে এবার অরাস ব্র্যান্ডের কোন মডেলের গাড়ি উপহার দিয়েছেন পুতিন,সেটা জানা যায়নি।

নিজের বেশ কয়েক মন্ত্রীসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে উত্তর কোরিয়া সফরে গেছেন পুতিন।এই সফরে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে একটি অংশীদারি চুক্তি সই হয়েছে।

পুতিন শেষ উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন ২০০০ সালের জুলাইয়ে।অর্থাৎ ২৪ বছর পর তিনি উত্তর কোরিয়া সফরে গেলেন।

সেখান থেকে আগামীকাল বৃহস্পতি ও শুক্রবার (২০ ও ২১ জুন) ভিয়েতনাম সফরে যাবেন রুশ প্রেসিডেন্ট।

আরও খবর

Sponsered content