সম্পাদকীয়

দুই উত্তরাধিকার,এক রাষ্ট্র—ক্ষমতার দ্বন্দ্বে বাংলাদেশের রাজনীতি

  প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৬ , ৪:০১:১৬ প্রিন্ট সংস্করণ

মাজহারুল ইসলাম।।বাংলাদেশের রাষ্ট্রচিন্তায় বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনা কেবল দুটি রাজনৈতিক নাম নন; তারা দুই বিপরীত ক্ষমতাকাঠামোর প্রতীক,দুই ভিন্ন শাসনদর্শনের মুখ।স্বাধীনতার পর যে গণতান্ত্রিক বাংলাদেশ কল্পনা করা হয়েছিল,তার অধিকাংশ সময়ই এই দুই নারীর ক্ষমতার দ্বন্দ্বে বন্দি থেকেছে।উন্নয়ন,গণতন্ত্র,শাসনব্যবস্থা—সবকিছুই ঘুরপাক খেয়েছে এই দ্বৈরথের চারপাশে।

বেগম খালেদা জিয়ার রাজনীতি জন্ম নিয়েছে প্রতিরোধ থেকে,কিন্তু সময়ের সঙ্গে তা আপসহীনতার বদলে অনেক ক্ষেত্রে স্থবিরতায় পরিণত হয়েছে।সংসদীয় রাজনীতির মর্যাদা রক্ষা ও বিরোধী কণ্ঠ টিকিয়ে রাখার যে দায়িত্ব তার কাঁধে ছিল,তা তিনি সবসময় কার্যকরভাবে পালন করতে পেরেছেন—এমন দাবি প্রশ্নাতীত নয়।আন্দোলনের রাজনীতিতে তার উপস্থিতি ছিল দৃঢ়,কিন্তু রাষ্ট্র সংস্কার ও দীর্ঘমেয়াদি রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ঘাটতি তার নেতৃত্বকে সীমাবদ্ধ করেছে। ক্ষমতার বাইরে থাকাকালীন গণতন্ত্রের কথা বললেও,ক্ষমতায় থাকাকালীন তার সরকারও প্রতিষ্ঠানকে শক্তিশালী করার বদলে দলীয়করণে অভ্যস্ত ছিল—এ ইতিহাস অস্বীকার করার সুযোগ নেই।

শেখ হাসিনা দীর্ঘ শাসনামলে রাষ্ট্রকে উন্নয়নের ভাষায় আবদ্ধ করেছেন,কিন্তু সেই উন্নয়নের মূল্য হিসেবে গণতান্ত্রিক পরিসর ক্রমশ সংকুচিত হয়েছে।অবকাঠামো,বিদ্যুৎ,যোগাযোগ—সবকিছুতেই দৃশ্যমান অগ্রগতি থাকলেও রাজনৈতিক সহনশীলতা,মতপ্রকাশের স্বাধীনতা ও বিরোধী রাজনীতির জায়গা প্রায় নির্বাসিত।প্রশাসন শক্তিশালী হয়েছে ঠিকই,কিন্তু সেই শক্তি অধিকাংশ সময় জবাবদিহির বদলে নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে।উন্নয়নের আড়ালে ক্ষমতার কেন্দ্রীকরণ তাকে একদিকে সফল শাসক,অন্যদিকে বিতর্কিত কর্তৃত্ববাদী নেত্রীতে রূপ দিয়েছে।

এই দুই নেত্রীর রাজনীতি মূলত বিকল্প নয়,বরং একে অপরের প্রতিচ্ছবি। একজন ব্যর্থতার দায় চাপান দমননীতির ওপর,অন্যজন সাফল্য চাপা দেন দমননীতির মধ্যেই।একজন আন্দোলনের রাজনীতি দিয়ে রাষ্ট্র চালাতে চেয়েছেন,অন্যজন প্রশাসনিক শক্তি দিয়ে রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছেন।ফলাফল—রাষ্ট্র পেয়েছে দীর্ঘস্থায়ী রাজনৈতিক সংস্কার নয়,বরং ব্যক্তিনির্ভর ক্ষমতার চক্র।

নারীর ক্ষমতায়ন নিয়ে গর্ব করা হলেও বাস্তবে এই নেতৃত্ব নারীর গণতান্ত্রিক বিকাশের পথ খুলে দেয়নি; বরং রাজনীতিকে দুই বংশগত উত্তরাধিকারের মধ্যে সীমাবদ্ধ করেছে।নতুন নেতৃত্ব,নতুন চিন্তা ও বিকল্প রাজনীতির সম্ভাবনা এই দ্বৈরথে বারবার গলা টিপে মারা গেছে।

বাংলাদেশের মানুষ আজ এই বাস্তবতা বুঝতে শুরু করেছে—রাষ্ট্র ব্যক্তি দিয়ে নয়,প্রতিষ্ঠান দিয়ে টিকে থাকে।বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনা ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় ঠিকই, কিন্তু তারা একই সঙ্গে সেই ব্যর্থতারও প্রতীক,যেখানে রাজনীতি জনগণের হাতে না থেকে দুই নেত্রীর ক্ষমতার লড়াইয়ে জিম্মি হয়েছে।ভবিষ্যৎ যদি সত্যিই বদলাতে হয়,তবে এই দীর্ঘ ছায়া থেকে বেরিয়ে আসাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ।

আরও খবর

Sponsered content