সারাদেশ

দিনাজপুরে ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা

  প্রতিনিধি ২৯ জুন ২০২৪ , ৬:০৭:৫৩ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধি।।দিনাজপুরের হিলিতে শফিকুল ইসলাম নামের এক ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।তার বিরুদ্ধে চিকিৎসক না হয়েও সেবা দেয়ার অভিযোগ ছিল।

শনিবার (২৯ জুন) বিকেল ৫টার দিকে হিলির ডাঙ্গাপাড়া বাজারে অভিযুক্ত চিকিৎসকের চেম্বারে অভিযান চালানো হয়। এ সময় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় তাকে এই জরিমানা করেন।সেখানে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামরুন্নাহার আজাদী রিয়া উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় বলেন, ‘হিলির ডাঙ্গাপাড়া বাজারে শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি চিকিৎসক পরিচয়ে সেবা দিয়ে আসছিলেন।যদিও তার চিকিৎসা বিষয়ে কোনও ডিগ্রি নেই।এছাড়া রোগী দেখার জন্য ১৫০ টাকা করে নিতেন।এসব অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে তিনি এ ধরনের কাজ করবেন না বলে মুচলেকা দিয়েছেন।’

আরও খবর

Sponsered content