সারাদেশ

দক্ষিণখান ফায়দাবাদ গণ-কবরস্থান এলাকায় অবৈধ কয়েকটি ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান

  প্রতিনিধি ৬ আগস্ট ২০২৩ , ২:১০:৪৫ প্রিন্ট সংস্করণ

0Shares

নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর দক্ষিণখান ফায়দাবাদ গণ-কবরস্থান এলাকায় অবৈধ কয়েকটি ভবনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) উচ্ছেদ অভিযান চালায়। এসময় নকশা বহির্ভূত কয়েকটি ভবনের বর্ধিতাংশ অপসারণসহ দুই লাখ টাকা জরিমানা করা হয়।

রোববার (৬ আগস্ট) রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরার পরিচালনায় সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকেলে অভিযান শেষ হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন,রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন ২/১ এর আওতাধীন দক্ষিণখান ফায়দাবাদ গণ-কবরস্থান এলাকায় রাজউক নকশা বহির্ভূত ও অবৈধ দখলে আছে এমন সব ভবনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করি।’

শারমিন আরা জানান,আজকের রাজউকের অভিযানে নকশা বহির্ভূত কয়েকটি ভবনের বর্ধিতাংশ অপসারণসহ ১ ভবনে দুই লাখ টাকা জরিমানা করা হয়।একইসঙ্গে অন্যরা যেন পরবর্তীতে অনুমোদনকৃত নকশা ব্যত্যয় করে ভবন নির্মাণ না করে সেই বার্তা দেওয়া হয়।

স্থানীয়রা জানান,নিয়মিত এই অভিযান পরিচালনা করলে আর এভাবে কেউ নিয়মের বাইরে ভবন নির্মাণ করবে না। রাস্তার জায়গা দখল করে ভবন নির্মাণ করার সাহস করবে না।

অভিযানের মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক জোন ২/১ এর অথরাইজড অফিসার ইঞ্জিনিয়ার পলাশ সিকদার,সহকারী অথরাইজড অফিসার আব্দুল লতিফ, প্রধান ইমারত পরিদর্শক ফজলুল হক,ইমারত পরিদর্শক আবদুল্লাহ আল মামুন,আমিন কবির,মাসুদুর রহমান,মো. মিল্লাত হোসেন, জাকিয়া আলমসহ রাজউকের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares