প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৬ , ২:২৫:০০ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।ত্রাণ বিতরণে অনিয়ম,চাঁদাবাজি ও মববাজির অভিযোগকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগে বলা হচ্ছে,ফেনী–নোয়াখালী–চাঁদপুর অঞ্চলের জন্য সংগৃহীত ত্রাণ ও অনুদানের অর্থ যথাযথভাবে বণ্টন হয়নি।

অভিযোগকারীরা দাবি করছেন,দুর্যোগকালে সাধারণ মানুষ—শিশুদের টিফিনের জমানো টাকা,গৃহিণীদের স্বর্ণালংকার—ত্রাণ তহবিলে দিলেও উপকারভোগীরা সেই সহায়তা পাননি। সরকারের পক্ষ থেকে বড় অঙ্কের অনুদান আসার কথাও বলা হলেও,স্থানীয়দের হাতে তার কতটা পৌঁছেছে—সে প্রশ্ন তোলা হয়েছে।
এদিকে,কয়েকজন রাজনৈতিক সমন্বয়ক ও সংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজি এবং মববাজির অভিযোগও সামনে এসেছে। সাম্প্রতিক সময়ে খুলনায় চাঁদা আদায়ের অভিযোগে কয়েকজন আটক হওয়ার খবর পাওয়া গেছে।এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও আলোচনা চলছে।
এই প্রেক্ষাপটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের মুখপাত্র সালাউদ্দিন আহমেদের ফেসবুক স্ট্যাটাস রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।স্ট্যাটাসে উল্লিখিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন অনেকে।সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বানও জানিয়েছেন।
তবে অভিযুক্ত পক্ষগুলোর বক্তব্য এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।রাজনৈতিক বিশ্লেষকদের মতে,এ ধরনের অভিযোগের ক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত,স্বচ্ছতা ও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই সত্য উদঘাটন জরুরি—নচেৎ পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে।
সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এলে তা জানানো হবে।
















