প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৬ , ৯:০২:০১ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থাবর ও অস্থাবর সম্পদের বর্তমান বাজারমূল্যের হিসাবে কোটিপতি প্রার্থীর সংখ্যা ৮৯১ জন। এর মধ্যে শতকোটির বেশি সম্পদের মালিক ২৭ জন প্রার্থী রয়েছেন।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত ‘নির্বাচনী হলফনামায় প্রার্থী পরিচিতি: ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিবেদনটির বিস্তারিত তথ্য তুলে ধরেন টিআইবির কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম।এ সময় বক্তব্য দেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
টিআইবি জানায়,এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থী সংখ্যা প্রায় ২ হাজার। আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট।
প্রতিবেদনটি নির্বাচনী প্রক্রিয়ায় অর্থ ও সম্পদের প্রভাব, রাজনৈতিক প্রতিযোগিতায় আর্থিক বৈষম্য এবং সুশাসন প্রশ্নে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

















