সারাদেশ

তেতুমীর কলেজ বিশ্ববিদ্যালয় দাবিতে রেলপথ অবরোধ-ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

  প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২৪ , ৩:৪০:৫০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বিশ্ববিদ্যালয়ের দাবিতে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রাজধানীর মহাখালী এলাকায় রেলপথ অবরোধ করায় ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ৩টায় বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন কমলাপুর রেলস্টেশন মাস্টার আনোয়ার হোসেন।

তিনি জানান,শিক্ষার্থীরা রেলপথ ছেড়ে না দেওয়ায় এখনও ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।তারা রেলপথ ছেড়ে দিলেই রেল চলাচল আবার শুরু হবে।এ জন্য কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে।

স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন,মহাখালী থেকে উপকূল এক্সপ্রেসে হামলায় ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।আহতের সংখ্যা নির্দিষ্ট করে বলতে পারছি না।’

রেলওয়ের একাধিক কর্মকর্তা জানান,সোমবার সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। আন্দোলনের কারণে সাড়ে ১১টায় ছেড়ে যাওয়া অগ্নিবীণা এক্সপ্রেস তেজগাঁওয়ে আটকা পড়ে।এরপর ঢাকাগামী আরও দুটি ট্রেন আটকা পড়ে।পরের ট্রেনগুলো রেলপথ অবরোধ করে আন্দোলনের কারণে ছাড়া সম্ভব হয়নি।ঢাকায়ও কোনও ট্রেন প্রবেশ করতে পারেনি।

আরও খবর

Sponsered content