প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৫ , ৭:১০:১০ প্রিন্ট সংস্করণ
মতলব (চাঁদপুর) প্রতিনিধি।।তিনবার শতভাগ পাসের গৌরব অর্জনকারী চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জীবগাঁও জেনারেল হক হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করেনি। ফলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত ফলাফলে দেখা যায়, প্রতিষ্ঠানটির বাণিজ্য ও সাধারণ বিভাগ থেকে মোট ১৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। কিন্তু সবাই অকৃতকার্য হয়েছেন।
প্রতিষ্ঠানটির কলেজ শাখায় ১২ জন শিক্ষকের পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ৫ জন। শিক্ষক সংকট, শিক্ষার্থীদের দুর্বল প্রস্তুতি এবং অনিয়মিত উপস্থিতিকেই এই বিপর্যয়কর ফলাফলের পেছনে কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
জীবগাঁও জেনারেল হক হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলী হোসেন জানায়, ভালো শিক্ষার্থীরা পড়তে শহরের ভালো কলেজে চলে যায়। আমরা যাদের পড়াই তারা খুবই দুর্বল ছাত্র। নিয়মিত ক্লাসেও আসেনা। তাছাড়া, আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানোর মতো শিক্ষার্থীও পাওয়া যায় না। এবারে কলেজ শাখায় মাত্র ৫ জন শিক্ষার্থী ভর্তি করাতে পেরেছি। এভাবে চলতে থাকলে কলেজ শাখাটি হয়তো বন্ধ হয়ে যেতে পারে।
স্থানীয়রা বলছেন, একসময় যে কলেজ শতভাগ পাসের সাফল্য দেখিয়েছে, সেই প্রতিষ্ঠান থেকে একসঙ্গে ১৭ জনের কেউ পাস না করাটা গভীর উদ্বেগজনক। তারা কলেজের সার্বিক মান উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

















