জাতীয়

তিন কোটির ক্যাশ চেকে পদায়ন বিষয়ে তদন্ত কমিটি গঠন

  প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৪ , ৪:৫০:৪২ প্রিন্ট সংস্করণ

0Shares

নিজস্ব প্রতিবেদক।।তিন কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন’ শিরোনামে একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীকে প্রধান করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়,তিন কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন’ শিরোনামে ২৪ সেপ্টেম্বর তারিখে গনমাধ্যমে প্রকাশিত চেকের সত্যতা যাচাইয়ের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীকে প্রধান করে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো।

কমিটির কার্যপরিধিতে বলা হয়,এ কমিটি চেকের সত্যতা যাচাই করে আগামী তিন দিনের মধ্যে সুস্পষ্ট মতামতসহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর প্রতিবেদন দাখিল করবেন।এ মন্ত্রণালয়ের উপসচিব মো. লিয়াকত আলী সেখ এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares