জাতীয়

ঢাবির ইতিহাসে এবার সর্বোচ্চ স্বর্ণপদক

  প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২২ , ১২:০৯:২৯ প্রিন্ট সংস্করণ

মাজহারুল ইসলাম।।এবার ৯৭ জনকে পিএইচডি, ২ জনকে ডিবিএ এবং ৩৫ জনকে এম ফিল ডিগ্রি প্রদান করা হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় ১৩১ জন কৃতি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ১৫৩টি স্বর্ণপদক দেওয়া হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ এই পদক প্রদান করেন। ঢাবির ইতিহাসে এবার সর্বোচ্চ স্বর্ণপদক দেওয়া হলো।

শনিবার (১৯ নভেম্বর) বেলা ১২টার দিকে কার্জন হল থেকে শোভাযাত্রার মধ্য দিয়ে সমাবর্তনের আনুষ্ঠানিকতা শুরু হয়। জাতীয় সংগীত গাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

প্রসঙ্গত, ২০১৯ সালে সর্বশেষ ৫২তম সমাবর্তনের মধ্য দিয়ে সর্বশেষ সমাবর্তন হয়। করোনা মহামারির অভিঘাতের কারণে তারপর তিন বছর আর কোনো সমাবর্তন অনুষ্ঠিত হয়নি। করোনা মহামারীর অভিঘাতের পর প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে ৫৩তম সমাবর্তন।

এবারের সমাবর্তনে অংশ নেওয়ার জন্য নাম লিখিয়েছেন মোট ৩০ হাজার ৩৪৮ গ্র্যাজুয়েট। তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার উপাদানকল্প কলেজ-ইনস্টিটিউটের গ্র্যাজুয়েট ২২ হাজার ২৮৭ জন, আর অধিভুক্ত সরকারি সাত কলেজের গ্র্যাজুয়েট ৭ হাজার ৭৯৬ জন।

আরও খবর

Sponsered content