অপরাধ-আইন-আদালত

ঢাকার ধামরাইয়ে নিউজ সংগ্রহকে কেন্দ্র করে সাংবাদিকের উপর হামলা ও গাড়ি ভাঙচুর

  প্রতিনিধি ১২ নভেম্বর ২০২২ , ৪:৩২:৫৮ প্রিন্ট সংস্করণ

ধামরাই প্রতিনিধি।।ঢাকার ধামরাইয়ে সংবাদ সংগ্রহের সময় দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার সাংবাদিক মাসুদ রানা হামলার শিকার হয়েছেন। এ সময় তার ব‍্যবহারিত গাড়ি ভাংচুর করে একটি ল্যাপটপ ও একটি ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

আজ শনিবার (১২ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এবিষয়ে জানতে চাইলে আলোকিত প্রতিদিন পত্রিকার সাংবাদিক মাসুদ রানা বলেন,আমরা ‘দুইজন সাংবাদিক ঐ এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলাম।এসময় দুর্বৃত্ত ও সন্ত্রাসীরা হঠাৎ করে আমাদের ওপর হামলা চালায়। হামলার সময় তারা আমার ল্যাপটপ,ক্যামেরা ও ব্যাক জোড় করে ছিনাইয়া নিয়ে যায় এবং আমার ব‍্যবহারিত গাড়িটি ভাঙচুর করে।

এবিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন,তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব‍্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content