অপরাধ-আইন-আদালত

ঢাকায় মাদক বিরোধী অভিযানে গ্রেফতার-৩২

  প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২২ , ১১:৩০:৩৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা হয়েছে বলে জানা গেছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাদের হেফাজত থেকে ৫৫১১ পিস ইয়াবা, ১০০ গ্রাম হেরোইন, নয় বোতল বিদেশি মদ, ৭০ বোতল দেশি মদ, সাড়ে ১৬ কেজি গাঁজা ও ২৫০ পিস নেশা জাতীয় ট্যাবলেট জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার (১৮ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়।

আরও খবর

Sponsered content