প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৪ , ১২:২৪:৫৫ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।শ্রম আইন লঙ্ঘনের মামলায় আপিলের প্রস্তুতি নিচ্ছেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১১ জানুয়ারি) সকালে ঢাকা মেইলকে এই তথ্য জানিয়েছেন ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।তিনি বলেন, ‘আমরা সবেমাত্র রায়ের কপি হাতে পেলাম।রায়টা ভালো করে পড়ে নিচ্ছি।কোন কোন গ্রাউন্ডে আপিল করা যায়।আমরা এ মাসেই শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনালে আপিল করব।’
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের করা মামলায় গত ১ জানুয়ারি ড. ইউনূসসহ চারজনকে ছয় মাস করে কারাদণ্ড দেয় আদালত।একইসঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা এই রায় ঘোষণা করেন।গত বৃহস্পতিবার ৮৬ পাতার সেই রায় প্রকাশ হয়।
রায়ে পর্যবেক্ষণে আদালত বলেছেন,গ্রামীণ টেলিকমের শ্রমিকদের চাকরি স্থায়ী না করাসহ অন্যান্য অভিযোগ প্রমাণিত হয়েছে।তবে পুরো রায় পড়ে ড. ইউনূসের আইনজীবী মামুন বলেন,ন্যায়বিচারকে খণ্ডিত করেছেন বিচারক।
শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিলের পর এখানেই পরবর্তীতে বিচার হবে ড. ইউনূসের।তবে জামিন হওয়ার পর এ কোর্টে হাজির হওয়ার আর কোনো বিধান নেই।

















