অপরাধ-আইন-আদালত

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হেফাজতের নেতা নূরানীর দুই বছর কারাদণ্ড

  প্রতিনিধি ২১ জুন ২০২৩ , ২:২৪:১১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি নূর হোসেন নূরানীর দুই বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত আজ বুধবার এই রায় দেন।রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

এই তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী শামীম আল মামুন।

আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে,এই মামলায় আসামি মুফতি নূর হোসেন নূরানী আজ আদালতে দোষ স্বীকার করে ক্ষমা চান।আদালত তাঁকে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ ধারায় দুই বছর কারাদণ্ড দেন।

মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী,সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি নূর হোসেন নূরানীর বক্তব্যসংবলিত একটি ভিডিও প্রচারিত হয়।ওই ভিডিওতে তিনি প্রধানমন্ত্রী,সংসদ সদস্য,মন্ত্রী,সচিবসহ সরকার,সংবিধানসহ আইন পরিপন্থী বিভিন্ন উসকানিমূলক বক্তব্য প্রচার করেন।এ ঘটনায় কাজী আল জাহিদ নামের এক ব্যক্তি ২০২১ সালের ৯ মে মুফতি নূর হোসেন নূরানীর বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

মামলার পর ওই বছরের ১৯ মে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলাটি তদন্ত করে ২০২৩ সালের ৩১ জানুয়ারি ঢাকা মহানগর পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক মুফতি নূর হোসেন নূরানীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

আরও খবর

Sponsered content