অপরাধ-আইন-আদালত

ডিজিটাল নিরাপত্তা আইনের সংস্কার বা কোনো সংশোধন নয়-বাতিল চাই

  প্রতিনিধি ৬ এপ্রিল ২০২৩ , ৭:১০:৩৫ প্রিন্ট সংস্করণ

জ্যোতির্ময় বড়ুয়া।।ডিজিটাল নিরাপত্তা আইনের সংস্কার বা কোনো সংশোধনীর পক্ষে আমি নই।আমি পুরো আইনটিই বাতিল চাই।কারণ,এটি নিপীড়নমূলক ও নিবর্তনমূলক আইন। সেখানে যদি শুধু সংশোধন বা কিছু সংস্কার করা হয়, আইনটি থেকে যাবে।

এই আইন থাকলে,এটি ব্যবহার করলেই তার অপব্যবহার হবে বলে আমি মনে করি।আমরা দেশে আইনের শাসনের কথা বলি।কিন্তু এটি আইনের শাসনের পরিপন্থী।এর মাধ্যমে আইনের শাসন নয়,আইন দ্বারা শাসন প্রতিষ্ঠিত হয়েছে।

বিরোধী মত দমনে ডিজিটাল নিরাপত্তা আইনকে নতুন ধরনের একটি হাতিয়ার বলতে পারি। সরকার এটিকে সেভাবেই ব্যবহার করছে।

দেশে যেসব আইনে বিরোধী মত দমনের সুযোগ আছে, সেগুলোর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে মানুষের জীবনও কেড়ে নেওয়া হচ্ছে।যেমন এই আইনে লেখক মুশতাক আহমেদকে গ্রেপ্তারের ৯ মাসের মাথায় ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে কারাগারে তাঁর মৃত্যু হয়।

আমি মনে করি,ডিজিটাল নিরাপত্তা আইন সমাজে একধরনের ভারসাম্যহীন পরিবেশ সৃষ্টি করেছে।

যদিও ডিজিটাল প্ল্যাটফর্মে মানুষের সুরক্ষার কথা বলে এই আইন করা হয়েছে,কিন্তু আসলে সরকার এটি প্রণয়ন করেছে ভিন্ন মত দমন ও নিয়ন্ত্রণের চিন্তা থেকে।সেই চিন্তা বাস্তবায়ন করা হচ্ছে।

এসব কারণে পুরো আইনটি বাতিল করা উচিত বলে আমি মনে করি।

জ্যোতির্ময় বড়ুয়া, আইনজীবী, সুপ্রিম কোর্ট

আরও খবর

Sponsered content