অপরাধ-আইন-আদালত

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান

  প্রতিনিধি ১৬ আগস্ট ২০২৩ , ৬:১৩:৫৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমানঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল বিন আতিক বুধবার (১৬ আগস্ট) এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রথম আলোর সম্পাদকের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার।তিনি বলেন,উচ্চ আদালত প্রথম আলো সম্পাদকের আগাম জামিন মঞ্জুর করার পর আদেশ অনুযায়ী তিনি গত ৩ মে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিননামা দাখিল করেন।শুনানি নিয়ে আদালত প্রথম আলো সম্পাদকের জামিন মঞ্জুর করেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি তাপস কুমার পাল।

গত ২৯ মার্চ প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন আইনজীবী আবদুল মালেক (মশিউর মালেক)।

একই মামলায় গ্রেপ্তার হয়ে কয়েকদিন কারাগারে থাকার পর জামিন পান শামসুজ্জামান।এ মামলায় গত ২ এপ্রিল প্রথম আলো সম্পাদককে ছয় সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট।

প্রথম আলো অনলাইনে গত ২৬ মার্চ একটি প্রতিবেদন ফেসবুকে প্রকাশের সময় ‘গ্রাফিক কার্ড’ তৈরি করা হয়। সেই কার্ড নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা হয়। ঢাকার তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে অন্য মামলাটি করেন সৈয়দ মো. গোলাম কিবরিয়া।

আরও খবর

Sponsered content