প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৫ , ৬:০৫:৫৪ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন চেয়ারম্যান মোহাম্মদ এজাজ।তাকে আগামী এক বছরের জন্য পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়।

বুধবার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এজাজকে নিয়োগ দেওয়া হয়।
এজাজ গণমাধ্যমকে বলেন, আমার মূল লক্ষ্যই হচ্ছে- এই শহরের মধ্যে বৈষম্য কমানো।
সবাই যেভাবে ঢাকাকে দেখে,আমি সেভাবে দেখি না।আমি পুরো কার্যক্রম গণতান্ত্রিক উপায়ে করতে চাই। ’
















