অপরাধ-আইন-আদালত

ডাকসু নির্বাচনের প্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম স্থগিত করেছেন-হাইকোর্ট

  প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৫ , ৫:১৯:৫৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার রুলসহ এ আদেশ দেন।

তফসিল অনুযায়ী,৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের কথা ছিল।এই নির্বাচনের জন্য ইতিমধ্যে ছাত্রদল,ইসলামী ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্রসংসদ আলাদা প্যানেল দিয়েছে।বামপন্থী ছাত্রসংগঠনগুলো দুটি প্যানেলে দিয়েছে।পূর্ণ ও আংশিক মিলিয়ে মোট প্যানেল ১০টির মতো।

এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সদস্যপদে সবচেয়ে বেশি ২১৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ১৮টি হলে ১৩টি পদে মোট ১ হাজার ৩৫ প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

আরও খবর

Sponsered content

বরিশালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের অমানুষিক নির্যাতনে শিকার সাংবাদিক রিপন রানা-তদন্তে প্রমাণিত হলে ব্যবস্থা নেয়ার আশ্বাস পুলিশ কমিশনারের

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কত ভালো মানুষ,তার অন্তরটা যে কত পবিত্র,তিনি যে কতটা মায়ের মতন-মাহি

জাতীয় স্বার্থবিরোধী পাঠ্যপুস্তক অবশ্যই বাতিল করতে হবে-চরমোনাইর পীর সাহেব

সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া তৈরি হবে-প্রেস সচিব,শফিকুল আলম

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিচার শুরুর দিনই পালিয়ে গেলো দুই জঙ্গি-গ্রেফতারি পরোয়ানা জারি!

হঠাৎ ভারতের রপ্তানি নিষেধাজ্ঞায় দেশের বাজারে অস্হিরতা