অপরাধ-আইন-আদালত

ডগ স্কোয়াডের একটি কুকুরকে পুরস্কৃত করলো-র্যাব

  প্রতিনিধি ২০ মার্চ ২০২৩ , ৩:৫৫:৫৩ প্রিন্ট সংস্করণ

0Shares

অনলাইন ডেস্ক রিপোর্ট।।রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তিন মরদেহ উদ্ধার করায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ডগ স্কোয়াডের একটি কুকুরকে পুরস্কৃত করা হয়েছে।কুকুরটিকে ‘র‍্যাব মহাপরিচালক’ পদক দেওয়া হয়েছে।

দেশের ইতিহাসে প্রথমবারের মতো বীরত্বপূর্ণ কাজের জন্য পদক পেলো ডগ স্কোয়াডের একটি কুকুর।

সোমবার (২০ মার্চ) র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এসব তথ্য জানিয়েছেন।

ইমরান খান বলেন,রাজধানীর গুলিস্তানে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে তিনজন ব্যক্তির মরদেহ উদ্ধার করায় এই প্রথম র‍্যাবের ডগ স্কোয়াডের একটি কুকুর বীরত্বপূর্ণ কাজের জন্য ‘র‍্যাব মহাপরিচালক’ পদক পেয়েছে।

র‍্যাব সূত্র জানায়,পদক পাওয়া র‍্যাবের ডগ স্কোয়াডের কুকুরের নাম চিতা। র‍্যাব ফোর্সেসের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র‍্যাব মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে মহাপরিচালকের দরবার অনুষ্ঠানে চিতাকে ‘মহাপরিচালক’ পদক দেওয়া হয়েছে।

গত ৭ মার্চ বিকালে রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারের নর্থসাউথ রোডে কুইন টাওয়ার নামে সাততলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares