জাতীয়

টেংরাটিলা বিস্ফোরণ: নাইকোকে দিতে হবে ৫১৬ কোটি টাকার ক্ষতিপূরণ, ICSID রায় বাংলাদেশের পক্ষে

  প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৬ , ৩:১৮:০৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।সুনামগঞ্জের ছাতক এলাকায় অবস্থিত টেংরাটিলা গ্যাসক্ষেত্রে ২০০৫ সালে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আন্তর্জাতিক সালিশি আদালত ইকসিড (ICSID) বাংলাদেশকে জয়ী ঘোষণা করেছে।আদালতের রায়ে কানাডীয় কোম্পানি নাইকো রিসোর্সকে বাংলাদেশকে প্রায় ৪২ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫১৬ কোটি টাকা) ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ক্ষতিপূরণের মধ্যে ৮ বিলিয়ন ঘনফুট গ্যাস পুড়ে যাওয়ার ক্ষতির জন্য প্রায় ৪২ মিলিয়ন ডলার এবং পরিবেশগত ক্ষতির জন্য আরও ২ মিলিয়ন ডলার অন্তর্ভুক্ত রয়েছে।

পেট্রোবাংলার চেয়ারম্যান প্রকৌশলী রেজানুর রহমান আজ (২৯ জানুয়ারি, ২০২৬) আনুষ্ঠানিকভাবে রায়ের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “দীর্ঘ প্রায় ১০ বছরের আইনি লড়াই শেষে বাংলাদেশকে এই জয় অর্জন করা সম্ভব হয়েছে। এটি দেশের তেল ও গ্যাস খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।”

২০০৫ সালে নাইকো কোম্পানির অদক্ষ খনন প্রক্রিয়ার কারণে এই গ্যাসক্ষেত্রে দুটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে,যা স্থানীয় জনগণ ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি সৃষ্টি করেছিল।দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর এই রায় বাংলাদেশের জন্য ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করেছে।

আরও খবর

Sponsered content