অর্থনীতি

টাকা ছাপিয়ে ব্যাংকগুলো বাঁচানো সম্ভব নয়-পরিকল্পনা উপদেষ্টা,ওয়াহিদউদ্দিন মাহমুদ

  প্রতিনিধি ২৪ মার্চ ২০২৫ , ৬:০৭:২৪ প্রিন্ট সংস্করণ

0Shares

নিজস্ব প্রতিবেদক।।আওয়ামী লীগ আমলের দুর্নীতির শিকার ব্যাংকগুলোকে বাঁচানোর সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

সোমবার (২৪ মার্চ) পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) ইফতার আয়োজনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনা উপদেষ্টা বলেন,ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোকে রক্ষা করতে অনেক টাকা ছাপানো হচ্ছে।ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে। তবে সরকার ব্যাংকগুলো রক্ষার সব চেষ্টা করে যাচ্ছে।

এ সময় বর্তমান সরকারের নানা দিক নিয়ে গঠনমূলক সমালোচনার আহ্বান জানান উপদেষ্টা।

তিনি বলেন,বিটিভিতে সরকারের সমালোচনা করে টক শো হোক।পরিকল্পনা কমিশনের অনিয়ম যতটুকু প্রকাশ করা হবে তত স্বচ্ছতা বাড়বে।

উপদেষ্টা ওয়াহিদউদ্দিন অভিযোগ করেন,আগের সরকারের দুর্নীতির কারণে অর্থনীতি মুখ থুবড়ে পড়তো।এতে সরকারও টিকে থাকতে পারতো না।টাকা ছাপানো,টাকা পাচারের ফলে অর্থনীতির রিজার্ভ থাকতো না।বৈদেশিক লেনদেন ঠিক থাকতো না। ব্যাংকগুলো খালি হয়ে যাচ্ছিল।শেষের দিকে ব্যাংকগুলো খালি হয়ে বন্ধ হয়ে যেত।

এ সময় হুন্ডির পরিমাণ কমেছে জানিয়ে তিনি বলেন,হুন্ডির মাধ্যমে টাকা আদান প্রাদন কমেছে,তাই প্রবাসী আয় বেড়েছে।তবে টাকা পাচার যে কমেছে সেটা তেমন দৃশ্যমান হচ্ছে না।

অর্থনীতির পুনরুদ্ধারে দীর্ঘ মেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন,বর্তমান পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগও আসতে চাইবে না।ভবিষ্যতের জন্য রোডম্যাপ করতে হবে।এক বছরের পরিকল্পনায় তা হবে না।তবে আশার কথা এত কিছুর মধ্যেও রফতানি বেড়েছে। জিনিসপত্রের দাম কমেছে।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares