শিক্ষা

ঝিনাইদহে জেলা পর্য়ায়ে হাইস্কুল স্তরে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন খুরশিদা আক্তার

  প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২২ , ১:২৬:৫১ প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহ প্রতিনিধি।।ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী আলহেরা ইসলামী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খুরশিদা আক্তার ২০২২ সালে জাতীয় শিক্ষা পদক ও স্কুল পর্যায়ে জেলা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখায় তিনি বিশেষ ভাবে সমাদৃত । ইতোপূর্বে তিনি একাডেমিক লেখাপড়ার পাশাপাশি বিএড, এমএডসহ স্বল্প মেয়াদি বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ কালে নিজ মেধার বলে প্রথম স্থান অধিকার করার বিরল সুনাম অর্জন করেছেন। এবার তিনি ঝিনাইদহে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে সদর উপজেলাকে গৌরবান্বিত করেছেন।

মেধাবী শিক্ষক খুরশীদা আক্তার ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হিংগার পাড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আবু রাব্বুল জোয়ার্দারের কন্যা এবং ঝিনাইদহ জজ কোর্টের উদীয়মান আইনজীবী অ্যাড রফিকুল ইসলাম মল্লিকের সহধর্মীনি। তিনি ২০১১ সালের ৭ জুন আলহেরা ইসলামী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (গণিত) পদে যোগদান করে সুনাম, সততা এবং কতর্ব্য নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

তিনি প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের একাডেমিক লেখাপড়ার পাশাপাশি নিয়মিত মাল্টিমিডিয়া ক্লাস ও সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম দক্ষতার সাথে পরিচালনার মাধ্যমে বিদ্যালয়টির সুনাম অর্জণে বিশেষ অবদান রেখে চলেছেন। এছাড়া তার সুদক্ষ পরিচালনায় বিজ্ঞান মেলায় স্টুডেন্টরা প্রজেক্ট নির্মান করে আলহেরা ইসলামী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় জেলা পর্যায়ে একাধিকবার প্রথম স্থান অর্জণের রেকর্ড গড়েছেন। দুই কন্যা সন্তানের জননী খুরশীদা আক্তারের শ্রেষ্ঠত্ব জেলা বিভাগ ছাড়িয়ে জাতীয় পর্যায়ে বিস্তৃত হোক এমনটায় স্বজন-শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা।

আরও খবর

Sponsered content