আন্তর্জাতিক

জি-সেভেন সম্মেলনে যোগ দিতে শনিবার জাপান পৌঁছেছেন-ইউক্রেনের প্রেসিডেন্ট, জেলেনস্কি

  প্রতিনিধি ২০ মে ২০২৩ , ১:২৪:৩৬ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।বিশ্বের উন্নত দেশগুলোর জোট গ্রুপ অফ সেভেনের (জি-সেভেন) সম্মেলনে যোগ দিতে শনিবার জাপান পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।

সম্মেলনস্থল পরমাণু হামলার শিকার প্রথম শহর জাপানের হিরোশিমায় গেছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়,ইউক্রেনে রুশ হামলা এবং চীন নিয়ে বড় ধরনের চ্যালেঞ্জ সামলাতে হচ্ছে জিসেভেনভুক্ত দেশ ‍যুক্তরাষ্ট্র,জাপান,জার্মানি,ফ্রান্স,ব্রিটেন, ইতালি ও কানাডাকে।সেমিকন্ডাকটর থেকে শুরু করে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের বাজার ধরার ক্ষেত্রে চীনের ভূমিকায় উদ্বিগ্ন দেশগুলো যৌথ বিবৃতি দিয়েছে।

জেলেনস্কিকে বহনকারী ফ্রান্স সরকারের বিমানটি হিরোশিমায় অবতরণের পরপরই বিবৃতিটি দেয়া হয়।

জাপানের টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, পরিচিত জলপাই রঙের পোশাকে বিমানের সিঁড়ি দিয়ে নেমে অপেক্ষমাণ গাড়িতে ওঠেন জেলেনস্কি।এর কিছুক্ষণ পর জেলেনস্কি টুইটে লিখেন, ‘জাপান।সিসেভেন,ইউক্রেনের সহযোগী ও মিত্রদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক।’

জি-সেভেনভুক্ত ফ্রান্সের কর্মকর্তারা বলেন,সৌদি আরবের জেদ্দায় আরব লিগের সম্মেলনে যোগ দিয়ে সশরীরে জেলেনস্কির জিসেভেন সম্মেলনে আসাটা গুরুত্ববাহী।

জাপানে জি-সেভেন নেতাদের সঙ্গে বৈঠক করবেন জেলেনস্কি। পাশাপাশি রাশিয়া ঘনিষ্ঠ দুই দেশ ভারত ও ব্রাজিলের নেতাদের সঙ্গেও বৈঠকে অংশ নেবেন তিনি।

আরও খবর

Sponsered content