ইসলাম ও জীবন

জিহ্বার মাধ্যমে ১৫টিরও বেশী মারাত্মক গুনাহ

  প্রতিনিধি ১১ নভেম্বর ২০২২ , ৫:৫১:০০ প্রিন্ট সংস্করণ

মাজহারুল ইসলাম।।জিহ্বার মাধ্যমে ১৫টিরও বেশী মারাত্মক দোষ(গুনাহ)আছে।নিম্নোক্ত হাদিসের উপর আমল করতে উদ্যোগী হই-সাহাল ইবনে সায়াদ রা: হতে বর্ণিত, তিনি বলেন,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী (অঙ্গ জিহ্বা) এবং দুই পায়ের মধ্যবর্তী (অঙ্গ গুপ্তাঙ্গ) সম্বন্ধে নিশ্চয়তা দেবে,আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব।

যেগুলো জিহ্বা ব্যতীত সংগঠিত হতে পারে না সেগুলো হচ্ছেঃ

১. মিথ্যা বলা;
২. খারাপ ঠাট্টা-বিদ্রূপ করা;
৩. অশ্লীল ও খারাপ কথা বলা;
৪. গালি দেয়া;
৫. নিন্দা করা;
৬.অপবাদ দেয়া;
৭.চোগলখুরী করা;
৮. বিনা প্রয়োজনে গোপনীয়তা ফাঁস করে দেয়া;
৯. মোনাফিকী করা ও দুই মুখে কথা বলা;
১০. বেহুদা ও অতিরিক্ত কথা বলা
১১. বাতিল ও হারাম জিনিস নিয়ে আলোচনা করে আনন্দ লাভ করা;
১২.গীবত করা;
১৩. খারাপ উপনামে ডাকা;
১৪. অভিশাপ দেয়া;
১৫. সামনা-সামনি প্রশংসা করা;
১৬. মিথ্যা স্বপ্ন বলা।………..

আল্লাহ সবাইকে সহি বুঝ দান করুক।। আমীন।।

আরও খবর

Sponsered content