প্রতিনিধি ২৮ মার্চ ২০২৩ , ৫:৫৯:১৩ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর গুলশানের শাহজাদপুর এলাকা গ্রেফতার জামায়াতের ১১ নেতাকর্মীকে একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ মার্চ) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত আদালত এ রিমাণ্ড মঞ্জুর করেন।
এর আগে তাদেরকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মো. ওহিদুল ইসলাম।
অন্যদিকে রিমান্ড আবেদন বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী।
আদালতের গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ডপ্রাপ্তরা হলেন-হোসাইন বিন মানসুর,মুফতি রহমতুল্লাহ বিন তোফাজ্জল হোসেল,এ কে এম আব্দুস সালাম, আব্দুল্লাহ আল মাহফুজ,সাইমুম জামিল,মো. হাফিজুর রহমান,আঞ্জুম বিন কামাল,নূর মোহাম্মদ মনির,সালাহউদ্দীন সাব্বির,আব্দুর নূর ওরফে নূরনবী ও মো. নাসির উদ্দীন।
এ ছাড়া জেসমিন আক্তার,সাহেরা আক্তার নামে দুই নারীকে রিমান্ডে না পাঠিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়,শাহজাদপুরের একটি বাড়ির নিচ তলায় ভাড়া নেয়া অফিস কক্ষে নির্বাচিত সরকারের ভাবমূর্তি নস্যাৎ করাসহ বাংলাদেশ জামায়াত ইসলামী সংগঠনের সরকার বিরোধী এজেন্ডা বাস্তবায়ন ও সরকারকে বেকায়দায় ফেলার লক্ষ্যে মিটিং করছিল।এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। তবে তাদেরকে আটক করে পুলিশ।পরে সেখানে তল্লাশি চালিয়ে ককটেল ও জিহাদি বই উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়।

















