অপরাধ-আইন-আদালত

জানাজার ময়দানে সহিংসতা: রাজনৈতিক পরিচয় সন্দেহে বৃদ্ধের মৃত্যু,তদন্তের দাবি

  প্রতিনিধি ১ জানুয়ারি ২০২৬ , ৬:৫৫:৪৯ প্রিন্ট সংস্করণ

জানাজার ময়দানে সহিংসতা: রাজনৈতিক পরিচয় সন্দেহে বৃদ্ধের মৃত্যু,তদন্তের দাবি

নিজস্ব প্রতিবেদক।।সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার মতো একটি ধর্মীয় ও শোকাবহ আয়োজনে ঘটে গেল মর্মান্তিক সহিংসতার ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী,জানাজায় অংশ নিতে আসা এক বৃদ্ধকে রাজনৈতিক পরিচয় নিয়ে সন্দেহের জেরে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যক্তি জানান,জানাজার নামাজ শুরুর আগমুহূর্তে ওই বৃদ্ধ ভিড়ের মধ্যে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন তাকে ঘিরে ধরে রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তোলে এবং একপর্যায়ে তাকে ‘আওয়ামী লীগ সংশ্লিষ্ট’ বলে অভিযোগ করে উত্তেজিত হয়ে ওঠে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়,এক বয়স্ক ব্যক্তি সাহায্যের জন্য আকুতি জানাচ্ছেন, কিন্তু উত্তেজিত কয়েকজন তাকে ঘুষি ও লাথি মারছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী,গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় এখনো পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয়,মৃত্যুর সুনির্দিষ্ট কারণ কিংবা কারা হামলায় জড়িত—সে বিষয়ে কোনো সরকারি বিবৃতি পাওয়া যায়নি। পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকেও আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।

সাধারণ মানুষের প্রশ্ন—
একটি জানাজার মতো পবিত্র ধর্মীয় আয়োজনে কীভাবে এমন সহিংসতা ঘটতে পারে?
রাজনৈতিক পরিচয়ের সন্দেহে কোনো নাগরিকের ওপর হাত তোলা কি সভ্য সমাজে গ্রহণযোগ্য?

মানবাধিকারকর্মীরা বলছেন,ঘটনা যদি সত্য হয়, তবে এটি কেবল একজন ব্যক্তির মৃত্যুই নয়—বরং রাজনৈতিক অসহিষ্ণুতা ও আইনের শাসনের চরম ব্যর্থতার প্রতিফলন। তারা নিরপেক্ষ তদন্ত,দোষীদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।তদন্তের স্বার্থে সব পক্ষের বক্তব্য অন্তর্ভুক্ত করা জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরও খবর

Sponsered content