প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৬ , ৩:৩৪:১৮ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১,৮৪২ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।একই সঙ্গে বিভিন্ন ত্রুটি ও আইনগত কারণে ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ইসি সূত্র জানায়,নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়া মনোনয়নপত্রগুলো নির্বাচন আইন ও বিধিমালা অনুযায়ী যাচাই করা হয়।এ প্রক্রিয়ায় প্রার্থীর বয়স,নাগরিকত্ব,খেলাপি ঋণ, আয়কর সংক্রান্ত কাগজপত্র, হলফনামার তথ্যের সামঞ্জস্যতা এবং প্রস্তাবক-সমর্থকের বৈধতা খতিয়ে দেখা হয়।
মনোনয়ন বাতিলের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে—অসম্পূর্ণ বা ভুল তথ্য প্রদান,খেলাপি ঋণ সংক্রান্ত জটিলতা, কর সংক্রান্ত অনিয়ম,নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থতা এবং আইনগত অযোগ্যতা।
এদিকে বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে রাজনৈতিক দলসমূহের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীর সংখ্যাও উল্লেখযোগ্য।ইসি জানিয়েছে,মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা আশা প্রকাশ করে বলেন, যাচাই-বাছাই ও আপিল প্রক্রিয়া শেষে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।

















