রাজনীতি

জাইমা রহমানের নামে ফেক ফেসবুক স্ট্যাটাস ঘিরে রাজনৈতিক বিতর্ক

  প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৬ , ৯:৫৬:৫০ প্রিন্ট সংস্করণ

জাইমা রহমানের নামে ফেক ফেসবুক স্ট্যাটাস ঘিরে রাজনৈতিক বিতর্ক

ডেস্ক রিপোর্ট।।সংবিধানে “মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস” পুনঃসন্নিবেশ এবং জনগণের নির্বাচিত সরকারকে স্থিতিশীল,স্বাধীন স্বচ্ছ ও শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে দেশ পরিচালনার স্বার্থে গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বানসংবলিত একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনা তুঙ্গে উঠেছে। স্ট্যাটাসে উল্লেখ করা হয়— ‘না’ মানে অবশ্যই ‘না’।

স্ট্যাটাসটি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়।অনেকে বিষয়টিকে দলীয় অবস্থান হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করেন, আবার কেউ কেউ এটিকে রাজনৈতিক প্ররোচনা হিসেবে দেখছেন।

তবে এ বিষয়ে জাইমা রহমানের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে,উক্ত স্ট্যাটাসটি তার ব্যক্তিগত বা ভেরিফায়েড কোনো ফেসবুক আইডি থেকে দেওয়া হয়নি।বরং ফেক আইডির একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে জুলাই সনদ বাস্তবায়নের বিপক্ষে বিএনপির নাম ভাঙিয়ে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে তিনি দাবি করেছেন।

জাইমা রহমানের পক্ষ থেকে আরও বলা হয়,সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানো একটি গুরুতর অপরাধ। এ ধরনের অপতৎপরতা বন্ধে সংশ্লিষ্ট ফেসবুক আইডি ব্যবহারকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এদিকে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।কেউ কেউ যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য বিশ্বাস না করার আহ্বান জানাচ্ছেন, আবার অনেকে সাইবার অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন।

বিশ্লেষকদের মতে,বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ও ফেক আইডির অপব্যবহার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে,যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ঝুঁকিপূর্ণ।তাই এ ধরনের ঘটনায় দ্রুত সত্য উদঘাটন ও আইনি ব্যবস্থা গ্রহণ জরুরি বলে মনে করছেন তারা।

আরও খবর

Sponsered content