শিক্ষা

জবির উপাচার্য পদে নিয়োগ তালিকায় রয়েছে ৩জন, এগিয়ে সাদেকা হালিম

  প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২৩ , ১:০৯:৩২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার।এ জন্য তিন জনের একটি তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।সেখান থেকে যেকোনো একজন জবির ষষ্ঠ উপাচার্য হিসেবে নিয়োগ পাবেন।

তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম এগিয়ে আছেন বলে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।তবে অন্য দু’টি নাম নিশ্চিত হওয়া যায়নি।

নীতিনির্ধারণী পর্যায়ের শীর্ষ এক কর্মকর্তা বুধবার (২৯ নভেম্বর) রাতে জানিয়েছেন,অধ্যাপক সাদেকা হালিমের উপাচার্য (ভিসি) হওয়ার সম্ভাবনা বেশি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিলে তিনিই হতে যাচ্ছেন জবির পরবর্তী উপাচার্য।

অপরদিকে শিক্ষা মন্ত্রণালয়ের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে বলেন,তিন জনের নাম কয়েকদিন আগেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।এর মধ্যে অধ্যাপক সাদেকা হালিমও আছেন।তবে এখনো কারো নাম অনুমোদন হয়ে আসেনি।অনুমোদন পেলে প্রজ্ঞাপন জারি করে জানিয়ে দেওয়া হবে।

জানতে চাইলে অধ্যাপক ড. সাদেকা হালিম বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে বলেন,তিনি এ বিষয়ে কিছু জানেন না। মন্ত্রণালয় ভালো বলতে পারবে।

আরও খবর

Sponsered content