আন্তর্জাতিক

জন্মবার্ষিকীতে ৬০ হাজার কোটি টাকা দান করলেন

  প্রতিনিধি ২৫ জুন ২০২২ , ১২:৩৭:২২ প্রিন্ট সংস্করণ

আদানি গ্রুপের (Adani Group) প্রধান গৌতম আদানি (Goutam Adani) তাঁর ৬০ তম জন্মদিন পালন করেছেন। তাঁর জন্মদিনের দিন তিনি জানিয়েছেন, আদানি পরিবার ৬০ হাজার কোটি টাকা দান করবে – দেশের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন করার জন্য। আদানি গ্রুপের এই পদক্ষেপটি আইটি কোম্পানির উইপ্রোর প্রতিষ্ঠাতা আজিম প্রেমজিকেও প্রভাবিত করেছে।

Gautam Adani
গত ২৪শে জুন শিল্পপতি গৌতম আদানির জন্মদিন ছিল। তার পাশাপাশি চলতি বছরেই তাঁর প্রয়াত পিতা শান্তিলাল আদানির(Santilala Adani) শতবর্ষ(Century) পূর্ণ হবে। সেই উপলক্ষে তিনি দেশের সামাজিক কাজের জন্য ৬০ হাজার কোটি টাকা দান করলেন।

এই খবর তিনি স্বয়ং তাঁর নিজের টুইটার অ্যাকাউন্টে(Twitter Account) গত ২৩ জুন পোস্ট করেছেন। তিনি তাঁর ৬০ বছর বয়সের জন্মদিন উপলক্ষে সামাজিক কাজের জন্য বিপলু টাকা দানের ঘোষণা সোশ্যাল মিডিয়াতে(Social Media). এই খবরে ইতিমধ্যে হৈচৈ পড়ে গিয়েছে। অনেকেই শিল্পপতিকে কুর্নিশ জানিয়েছেন। বিশ্বের অন্যতম ধনকুবের গৌতম আদানি জানিয়েছেন, সারা দেশে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও দক্ষতা উন্নয়নে অবদান রাখতে পেয়ে তিনি খুব আনন্দিত।

আরও খবর

Sponsered content