অপরাধ-আইন-আদালত

ছোট্ট -সুন্দর এই দ্বীপে কোন সন্ত্রাসীর ঠাঁই নেই-পুলিশ সুপার,ওয়াহিদুল ইসলাম

  প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৪ , ৬:৪০:৩৪ প্রিন্ট সংস্করণ

মেহেন্দিগঞ্জ(বরিশাল) প্রতিনিধি।।চুরি,ডাকাতি,ছিনতাই,মাদক সেবন,মাদক বিক্রি,সন্ত্রাসী,চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষা ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেন্দিগঞ্জে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারী)দুপুর ২টায় মেহেন্দিগঞ্জ থানা চত্বরে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াছিনুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম(বিপিএম)বলেন,এক সময় আরাকান দলদস্যুদের হটিয়ে মেহেন্দিগঞ্জে শান্তি ফিরে আসে, সেই মেহেন্দিগঞ্জের নাম শুনলে আমাদের পুলিশের কেউ কেউ ভয় পায়,আমি স্বগর্বে তাদের বলি,কেউ সুইজারল্যান্ড যেতে পারে।

কিন্তু তুমি চমৎকার সমৃদ্ধ মেহেন্দিগঞ্জে না যাও তাহলে তুমি দুর্ভাগা এবং হতভাগা,মেহেন্দিগঞ্জের উলানিয়ার ইতিহাস আর ঐতিহ্য নিয়ে গর্বিত,মেহেন্দিগঞ্জের মানুষকে ধন্যবাদ জানাই সংসদ নির্বাচন সুন্দর ভাবে সম্পুর্ণ হওয়ায়,মেহেন্দিগঞ্জ থানার আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করে আরো বলেন নির্বাচনের পরে এই অঞ্চল নিয়ে যতটা আশংকা ছিলো সেরকম তেমন কিছু ঘটেনি,নির্বাচনী সহিংসতা নিয়ে বরিশাল জেলার কোথাও এত মামলা হয়নি,এখানে নির্বাচনী সহিংসতায় ১৫ টি মামলা হয়েছে,মুক্তি যোদ্ধাদের রাস্ট্রিয় মর্যাদায় দাফনের যাতায়াতে পুলিশের পরিবহন এবং স্পীড বোর্ড ভাড়া খরচ আমরা দিবো,মুক্তি যোদ্ধারা যেন বিনা চিকিৎসায় মারা না যায় সে জন্য তাদের চিকিৎসার জন্য পুলিশের সার্বিক সহযোগিতা থাকবে।আমরা আপনাদের সু-চিন্তিত পরামর্শ নিয়ে আইনশৃঙ্খলার উন্নতি ঘটাবো,যারা মাথায় হিট করে তাদের জিনের মধ্যে সমস্যা আছে,সে একটা সন্ত্রাস,যে প্রথম হিটার তাকে আমরা খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবো। আইন নিজের হাতে না নিয়ে আইনি প্রতিকার চান,আপনারা জেনেশুনে কেউ মাথায় আঘাত করবেন না,তিনি উপস্থিত সকলকে হাত তুলে জানান দিতে বলেন,আপনারা সন্ত্রাস করবেন না,আমি মৎস্য অভিযানে গুলি করতে রাজি না, কোন সন্ত্রাসী কাউকে মেরে আটকে রাখলে তার নিশানা খুজে পাওয়া যাবে না,রাস্ট্রের শক্তির চেয়ে ব্যক্তির শক্তি বেশি না, মাদক এবং ইভটিজিং এই বিষয়ে পুলিশকে তথ্য দেওয়ার কথা বলেন,মাদকাসক্ত কেউ থাকলে পুলিশকে জানানোর জন্য বলা হয়,পুলিশ তাকে ধরে রিহ্যাব এর ব্যবস্থা করবে, এখানে কোন সন্ত্রাস,চাঁদাবাজ,ইভটিজিং,মাদক ও বাঙলা ভাই, জঙ্গিবাদের আস্তানা হতে পারে না।ছোট্ট -সুন্দর এই দ্বীপে কোন সন্ত্রাসীর ঠাঁই নেই।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজাওয়ান আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান,সহকারী পুলিশ সুপার (সার্কেল) জি এম মাজহারুল ইসলাম,মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কামাল উদ্দিন খান,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চেয়ারম্যান আব্দুল মকিম তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ,বীরমুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতিসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ,কমিউনিটি পুলিশের সদস্য,বীরমুক্তিযোদ্ধাগন,কাউন্সিলর,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,মেম্বার,সাংবাদিক,মসজিদের ইমাম ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content