অপরাধ-আইন-আদালত

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় দায়ের করা মামলার মধ্যে ১২টি মামলায় চার্জশিট

  প্রতিনিধি ১৭ জুলাই ২০২৫ , ৮:০৯:১৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় দায়ের করা মামলার মধ্যে ১২টি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা তিনটি এবং অন্যান্য ধারায় মামলা ৯টি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এসব তথ্য জানান।

তিনি বলেন,চার্জশিটকৃত তিনটি হত্যা মামলার মধ্যে তিনটিই শেরপুর জেলার।অন্যান্য ধারার ৯টি মামলার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশে একটি,বরিশাল মেট্রোপলিটন পুলিশে একটি,চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি,সিরাজগঞ্জ জেলার দুটি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে তদন্তাধীন রয়েছে দুটি।

তিনি আরও বলেন,দায়ের করা অন্য সব মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে।”

আরও খবর

Sponsered content