প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২৬ , ৯:৩৪:৩৯ প্রিন্ট সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি।।চাঁদপুরে চোখের টিউমারে আক্রান্ত এক শিশুর চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তার পরিবার। শিশুটির নাম তানহা।চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, দ্রুত অস্ত্রোপচার করা না হলে তার দুই চোখই অন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়,শিশু তানহার চোখে টিউমার ধরা পড়েছে।প্রয়োজনীয় সার্জারির জন্য আনুমানিক তিন লাখ টাকা খরচ হতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন।বর্তমানে শিশুটি চাঁদপুর সদর হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছে।
তানহার বাবা মোঃ মানিক পেশায় দরিদ্র মানুষ হওয়ায় একার পক্ষে এত বড় ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।এ অবস্থায় সমাজের বিত্তবান,দানশীল ও হৃদয়বান ব্যক্তিদের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন শিশুটির পরিবার।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়,কেউ চাইলে ফিতরা বা যাকাতের অর্থ হিসেবেও সহযোগিতা করতে পারেন। জুমার নামাজের দিনে ২০০, ৩০০, ৫০০, ১০০০ বা সামর্থ্য অনুযায়ী যে কোনো অঙ্কের দান শিশুটির চিকিৎসায় বড় ভূমিকা রাখতে পারে বলে আশা প্রকাশ করেছেন তারা।
সহযোগিতা পাঠানোর ঠিকানা—
বিকাশ (পার্সোনাল): ০১৮২৩-০৬৬০৩৯
(গ্রাহক: শিশুটির মা)
শিশুটির বাড়ি চাঁদপুর জেলায়।
পরিবারটি সবার কাছে তানহার সুস্থতার জন্য দোয়া কামনা করেছে।













