বিনোদন

চিত্রনায়িকা নিপুণ আক্তারের নামে ৬৪ জেলায় মামলা হতে পারে

  প্রতিনিধি ২৩ মে ২০২৪ , ৪:৫১:৫৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে।যা মোকাবেলা করতে গতকাল বৈঠক করেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন। বুধবার বিকেলে চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে পরিচালক,প্রযোজক,শিল্পী সমিতিসহ ১৯ সংগঠনের নেতারা উপস্থিত থেকে এই বৈঠক করেছেন।এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন শিল্পী সমিতির বর্তমান কমিটির মুখপাত্র ডিএ তায়েব।তিনি জানান,চিত্রনায়িকা নিপুণ আক্তারের নামে ৬৪ জেলায় মামলা হতে পারে।

তায়েব বলেন,আপনারা জানেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি এখন বিজ্ঞ আদালতের বিষয়।আদালতের ওপর আমরা শ্রদ্ধাশীল। সেটা আমরা আইনের মাধ্যমেই মোকাবিলা করবো। তবে যেহেতু চলমান পরিস্থিতি নিয়ে অনেকেই অশালীন কথাবার্তা বলছে।এতে শিল্পী সমাজের মানক্ষুন্ন হচ্ছে।

নিপুণকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন,তাকে সাবধান করে দেন,তার নামে ৬৪ জেলায় মামলা হচ্ছে।আমার ফ্যানরা তার নামে মানহানির মামলা করতে প্রস্তুত আছে।আমি মত দেয়ার সঙ্গে সঙ্গে তারা মামলা করে দিবে।এদিকে,ডিপজলকে ফুলের মালা দিয়ে বরণের ২৫ দিন পর আদালতে রিট করেছেন নিপুণ আক্তার।এমনকি তাকে অশিক্ষিত বলে মন্তব্য করেছেন। এর প্রেক্ষিতে চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৯টি সংগঠনের বৈঠক শেষে ডিএ তায়েব জানান,৫০১ ধারায় ৬৪ জেলা থেকে নিপুণের নামে মামলা করা হবে।

আরও খবর

Sponsered content