অর্থনীতি

চারমাসে ইতালি রেমিট্যান্সের পরিমাণ দুই বিলিয়ন ইউরো

  প্রতিনিধি ১৬ মে ২০২৫ , ৪:৩৭:১০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।ইতালি থেকে দেশে প্রতিবছর বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠান প্রবাসী বাংলাদেশিরা।দেশটির কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্ট বলছে,চলতি বছর দেশে পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দুই বিলিয়ন ইউরো ছাড়িয়ে যেতে পারে। যা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ভূমিকা রাখবে বলে আশা করছেন ব্যবসায়ী নেতারা।

ইতালিতে প্রায় আড়াই লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। তাদের বেশিরভাগই দেশে পাঠান রেমিট্যান্স।ইতালির কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত এক রিপোর্ট বলছে,রেমিট্যান্স পাঠানোর শীর্ষে আছেন প্রবাসী বাংলাদেশিরা।

কেন্দ্রীয় ব্যাংক জানায়,ইতালি থেকে পাঠানো রেমিট্যান্সের শতকরা ১৭ ভাগ পাঠান প্রবাসী বাংলাদেশিরা।দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ইতালি থেকে পাঠানো রেমিট্যান্স বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতা ও প্রবাসীরা।

তারা বলেন,বাংলাদেশিরা ইতালিতে এসে কোনো না কোনো কাজ করছেই।এ কাজ থেকে অর্জিত অর্থ তারা দেশে পাঠাচ্ছেন। যা দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

প্রবাসী ব্যবসায়ীরা বলছেন,ইতালি থেকে বাংলাদেশে পাঠানো রেমিট্যান্সের পরিমাণ চলতি বছর দুই বিলিয়ন ইউরো ছাড়িয়ে যেতে পারে।

এদিকে ২০৩০ সালের মধ্যে রেমিট্যান্স পাঠানোর খরচ কমিয়ে শতকরা তিন ভাগেরও কম করা হবে বলে জানিয়েছে ইতালির কেন্দ্রীয় ব্যাংক।

আরও খবর

Sponsered content