জাতীয়

চলমান গ্যাস সংকট সাময়িক-সালমান এফ রহমান

  প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৪ , ৩:৫৮:০৪ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।চলমান গ্যাস সংকট সাময়িক উল্লেখ করে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, পরিস্থিতি সামাল দিতে আরও এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) কেনা হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) বিডা কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা।

তিনি বলেন,গ্যাসের বর্তমান সংকট সাময়িক।পরিস্থিতি সামাল দিতে আরও এলএনজি কেনা হয়েছে।এছাড়াও অভ্যন্তরীণ উৎস থেকে যোগান বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।

বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে সালমান এফ রহমান বলেন, বাজারে নিত্যপণ্যের দাম কেন অস্বাভাবিকভাবে বাড়ছে,তার তদন্ত হচ্ছে।

দেশের বৈদেশিক রিজার্ভ নিয়ে তিনি বলেন,রিজার্ভের ওপর চাপ কমাতে রফতানি বাড়ানো এবং রেমিট্যান্স প্রবাহকে বাড়ানোর ওপর জোর দেয়া হচ্ছে।সরকার রফতানি বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে। কাজেই শিগগিরই ডলারের ওপর চাপ কমবে।

এছাড়া নানা উদ্যোগে মূল্যস্ফীতি কমলেও এখনও আশানুরূপ পর্যায়ে নেমে আসেনি বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা।

আরও খবর

Sponsered content