প্রতিনিধি ১৮ মে ২০২৪ , ৬:০৪:৪১ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটিতে ৮ টি পদে ৮ জন নিয়োগ দেওয়া হবে।পদগুলোর যোগ্যতা পূরণ সাপেক্ষে যে কেউ আবেদন করত পারবেন। আবেদনের শেষ সময় ১০ জুন।

প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
পদের নাম ও সংখ্যা:
১। রেজিস্ট্রার -০১ জন।
২। গ্রন্থাগারিক -০১ জন।
৩। হিসাব নিয়ামক -০১ জন।
৪। প্রধান প্রকৌশলী -০১ জন।
৫। পরীক্ষা নিয়ন্ত্রক -০১ জন।
৬। পরিচালক -০১ জন।
৭। চিপ মেডিকেল অফিসার -০১ জন।
৮। পরিচালক (শারীরিক শিক্ষা বিভাগ) -০১ জন।
আবেদন ফী: ৫০০ টাকা
অফিসিয়াল ওয়েব সাইট
বিস্তারিত বিজ্ঞপ্তিতে

















