খেলাধুলা

চটগ্রামের ছেলে, চবির সাবেক শিক্ষার্থী কাতার বিশ্বকাপে থাকছে রেফারির দায়িত্বে

  প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২২ , ৯:৩৬:০৩ প্রিন্ট সংস্করণ

মাজহারুল ইসলাম।।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সাবেক শিক্ষার্থী ও চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সন্তান ❝শিয়াকত আলী❞ প্রথম বাংলাদেশী ও দক্ষিণ এশিয়ার একমাত্র রেফারি হিসেবে ফিফার হয়ে কাতার বিশ্বকাপ ২০২২ এ রেফারির দায়িত্ব পালন করবেন।

এমন প্রতিভাবান একজনকে নিয়ে বাংলাদেশ গর্ব করে।তিনি দক্ষিণ এশিয়ার গর্ব,বাংলাদেশের গর্ব,চট্টগ্রামের গর্ব এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গর্ব।

তবে এটা বলা উচিৎ যে তিনি কেবল তার প্রতিভা দেখাতে পেরেছে কাতারে সুন্দর একটা পরিবেশ পেয়েছে বলেই।আমাদের দেশে এমন অনেক প্রতিভাবান মানুষ রয়েছে যারা সঠিক প্ল্যাটফর্ম ও সঠিক পরিচর্যা এবং উৎসাহের অভাবে তাদের প্রতিভাকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারে না।

কয়েকদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেক কৃতি সন্তান প্রেন চ্যুং ১মিনিটে সর্বাধিকবার (২০৮বার) ফুটবল ট্যাপিং করে গিনিস বুক ওফ ওয়ার্ল্ডে রেকর্ড গড়ে তুলেন।

তাদের এমন অসাধারণ প্রতিভা আমাদের অনুপ্রেরণা যোগায়,আমরা তাদের নিয়ে গর্বিত।তাদেরকে দেশীয় মর্যাদাসহ সহযোগিতা করলে নিশ্চয় আরো ভালো কিছু করবে তারা।

প্রকৃত প্রতিভাবানদের মর্যাদা দিতে পারলে এমন হাজারো প্রতিভাবান মানুষ খুঁজে পাওয়া সম্ভব যারা বিশ্ব দরবারে বাংলাদেশেকে প্রতিনিধিত্ব করতে পারবে।

আরও খবর

Sponsered content