অর্থনীতি

ঘরোনার একটি ব্যাংকের শেয়ার ছিল বিনিয়োগকারীদের অন্যতম আগ্রহের শীর্ষে ইসলামী ব্যাংক

  প্রতিনিধি ৫ জুলাই ২০২৫ , ৫:১২:২০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে সূচক, লেনদেন ও শেয়ার দাম-সব কিছুতেই ভালো ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল।সপ্তাহটির শেষভাগে ‘বড় মূলধনী খাত’ হিসাবে আলোচিত ব্যাংক খাতের শেয়ার নড়েচড়ে বসেছে।এই খাতের ইসলামী ঘরোনার একটি ব্যাংকের শেয়ার ছিল বিনিয়োগকারীদের অন্যতম আগ্রহের শীর্ষে।ব্যাংকটি হলো-ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে,আলোচ্য সপ্তাহে ইসলামী ব্যাংকের শেয়ার দাম বেড়েছে ৩১.২৫ শতাংশ।টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ১০ টাকা ৫০ পয়সা,যা এক সপ্তাহে কোম্পানিটির বাজার মূল্যে ১ হাজার ৬৯০ কোটি ৪৯ লাখ ২ হাজার টাকা যোগ করেছে। সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির শেয়ারমূল্য দাঁড়িয়েছে ৪৪ টাকা ১০ পয়সায়,যেখানে আগের সপ্তাহের শেষে ছিল ৩৩ টাকা ৬০ পয়সা।

বিদায়ী সপ্তাহে ইসলামী ব্যাংকের শেয়ার ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান দখল করেছে।আলোচ্য সপ্তাহের শেয়ারটির লেনদেনেও বাজিমাত করেছে।চলতি বছরের মধ্যে ব্যাংকটির শেয়ার লেনদেনে রেকর্ড গড়েছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়,২০২৩ সালে ইসলামী ব্যাংক শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।তবে চলতি বছর ২০২৪ সালের জন্য এখন পর্যন্ত ডিভিডেন্ড ঘোষণা করেনি।ডিভিডেন্ড ঘোষণার নির্ধারিত সময় পেরিয়ে গেলে ব্যাংকটি ডিভিডেন্ড ঘোষণার জন্য তিন মাস সময় চেয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ি,সমাপ্ত ২০২৪ সালের তিন প্রান্তিকে (জানুয়ারী-সেপ্টেম্বর’২৪) ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৬ পয়সা।যা আগের বছর ছিল ২ টাকা ৭২ পয়সা।

আরও খবর

Sponsered content