সারাদেশ

গৌরনদীতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

  প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২২ , ৯:৫০:৫৩ প্রিন্ট সংস্করণ

0Shares

বরিশাল প্রতিনিধি।।বরিশালের গৌরনদীতে নিজের তৈরি ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন এক কলেজছাত্র।

ফাঁদের বৈদ্যুতিক লাইন চেক করার সময় সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

২৪ বছর বয়সী তানভির হাওলাদার পার্শ্ববর্তী কালকিনি উপজেলার উত্তর রমজানপুর ড. আব্দুল সোবাহান গোলাপ পলিটেকনিক ইনস্টিটিউ‌টের ছাত্র। তার বাড়ি গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বিজয়পুর এলাকায়।

নিহতের চাচাতো ভাই তানিম আহম্মেদ জানান, আমন ক্ষেতে ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় সেখানে বৈদ্যুতিক ফাঁদ পাতেন। যেখানে দাদা মোখছেদ হাওলাদারের বসতঘর থেকে বৈদ্যুতিক তারের মাধ্যমে ইঁদুর মারার ফাঁদ পর্যন্ত বিদ্যুৎ নেয়া হয়েছিল। রাতে সেই ইঁদুর মারার ফাঁদের বৈদ্যুতিক লাইন চেক করার সময় অসাবধানতাবশত তানভির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তানভিরকে উদ্ধার করে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌লে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌরনদী মডেল থানার এসআই মো. নাসির জানান, এই ঘটনায় কারো কোনো অভিযোগ ছিল না। তাই স্বজনরা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য নিয়ে গেছেন

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares